• সমগ্র বাংলা

দিনাজপুর -১ আসনে পক্ষপাতিত্বের অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার 

  • সমগ্র বাংলা
  • ০৬ জানুয়ারী, ২০২৪ ২১:৪৮:০১

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে ৩ জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

জানা যায়, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল এবং বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী নৌকা প্রতীকে পক্ষে বিভিন্নভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন তারা। প্রিজাইডিং অফিসারের মত দ্বায়িত্বে থাকার পরেও  পক্ষপাতমূলক আচরণ এবং প্রচার প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও নৌকা মার্কার প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠে। 

সহকারি রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি জানান, অভিযোগ পাওয়ায় বিতর্কমুক্ত পরিবেশে ভোট গ্রহনের সুবিধার্থে ওই ৩জনকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি নতুন আরো ৩জনকে নতুন করে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo