• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ৫ বছর সাজার ভয়ে এক যুগ ধরে পলাতক, অবশেষে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৪ ডিসেম্বর, ২০২৩ ১৭:২৭:৪৬

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে এক যুগ ধরে পলাতক ৫ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, লালমনিরহাট জেলার ২০১২ সালের একটি দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ওয়ারেন্ট মূলে গত ২৩ ডিসেম্বর রাতে রাজারহাট থানাধীন একতা বাজার এলাকা থেকে প্রায় ১ যুগ পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামী রাজারহাটের মীরেরবাড়ি বিশবাড়ি পাঙ্গা এলাকার মোঃ হামিদুল ইসলামকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম।

২০১২ সালে মামলা রুজুর পর থেকে পলাতক থাকায় গত ২০২০ সালে আসামীকে ৫ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। আসামী দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় অবস্থান করেন। রাজারহাট থানা পুলিশ আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করে এবং রজারহাটে আসা মাত্রই অভিযান পরিচালনা করে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ। আসামী একজন কুখ্যাত ডাকাত ও  মাদক কারবারি তার বিরুদ্ধে ঢাকা, লালমনিরহাট ও কুড়িগ্রামে পূর্বের ৪ টি মামলা রয়েছে। 

রোববার(২৪ ডিসেম্বর) বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo