• রাজনীতি

ঝিনাইদহে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • রাজনীতি
  • ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৮:২৪:৫৪

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহের ৪টি আসনের ২৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এসময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।

জানা যায়, ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী মনিয়া আফরিন ‘ফুলকপি’, জাতীয় পার্টির মনিকা আলম ‘লাঙ্গল’,  তৃণমুল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার ‘সোনালী আঁশ’, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবু বকর ‘টেলিভিশন’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিচুর রহমান ‘আম’ প্রতীক বরাদ্দ পান।

ঝিনাইদহ-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ‘ঈগল’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( জাসদ) সমর্থিত ফজলুল কবির ‘মশাল’, বাংলাদেশ  কংগ্রেস নাসির উদ্দিন ‘ডাব’, জাতীয় পার্টির মাহফুজুর রহমান ‘লাঙ্গল’, তৃণমুল বিএনপির জামিরুল ইসলাম ‘সোনালী আঁশ’, বাংলাদেশ  সুপ্রিম পার্টি (বিএসপি) নজরুল ইসলাম ‘একতারা’, বাংলাদেশ সাংস্কৃতিক  মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ‘ছড়ি’, এনপিপির মিজানুর রহমান মিজু ‘আম’, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ‘হাত ঘড়ি’ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান ফারুক ‘কুঁড়ে ঘর’ প্রতীক বরাদ্ধ পান ।

ঝিনাইদহ-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সতন্ত্র ‘ট্রাক’, জাতীয় পার্টির আব্দুর রহমান ‘লাঙ্গল’, সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ‘ঈগল’,  আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন মিয়াজী নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন ।  

ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ‘নৌকা’, সতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন ‘ট্রাক’, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ‘লাঙ্গল’, সতন্ত্র নজরুল ইসলাম ‘ঈগল’, ও তৃণমুল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ ‘সোনালী আঁশ’ প্রতীক বরাদ্দ পান ।

 

মন্তব্য ( ০)





  • company_logo