• রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

  • রাজনীতি
  • ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৩:১৯

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১৩ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। 

এদিন সূর্যোদয়ের ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ। একই সময়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করবে ক্ষমতাসীনরা।

সকাল ৭টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। 

সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে সাতটায় রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। 

দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আলোচনা সভায় বক্তব্য দেবেন বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo