• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধী হায়দার আলীর চোখের ছানি অপারেশন

  • প্রশাসন
  • ০৩ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪৬:৫০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধী হায়দার আলীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। পুলিশ জানায়, হায়দার আলী কুড়িগ্রামের যতিনেরহাটে সরকারি খাস জমিতে বসবাস করেন। বিগত ১০/১৫ বছর আগে তার পায়ে ইনফেকশন হওয়ায় তার দুই পায়েই কেটে ফেলতে হয়েছিল। এরপর থেকেই তার পঙ্গুত্ব কে বরণ করে নিতে হয়। নিসন্তান এই দম্পতি কখনো বা অর্ধাহারে কখনো বা অনাহারে দিন কাটে।

এরই মাঝে তার চোখের ছানি দেখা দেয়। ধীরেধীরে তিনি চোখের দৃষ্টি শক্তিও হারাতে থাকেন। অনেকদিন ধরে চেষ্টা করেন চোখের ছানি অপারেশন করতে। যোগাযোগ  আর অর্থাভাবে কুলিয়ে উঠতে পারছিলেন। 

যতীনের হাটে প্রতিদিনের স্ট্যাটিক পুলিশ ডিউটি টিমের নজরে এলে অসহায় এই হায়দার আলীর অপারেশন এর পুরো দায়িত্ব ভার বহন কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশের এম্বুলেন্সে রংপুর গমন, যোগাযোগ ও থাকার সমস্ত ব্যবস্থা করে  রংপুর দীপ আই কেয়ার এর সহযোগিতায় তার চোখের ছানি অপারেশন করে পাশে দাড়ায় কুড়িগ্রাম জেলা পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo