• সমগ্র বাংলা

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • সমগ্র বাংলা
  • ০১ ডিসেম্বর, ২০২৩ ১৯:১১:০২

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ ময়মনসিংহ-৮ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার শেষ দিনে সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে ৩জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫জন প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেন। 

দলীয় প্রাথীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বর্তমান এমপি ফখরুল ইমাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, ন্যাশনাল পিপিলস পার্টি ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী নারী নেত্রী কানিজ ফাতেমা, খিজির হায়াত খান ও একেএম ওয়াহিদুজ্জামান মনোনয়ন দাখিল করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোসা হাফিজা জেসমিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫৩ ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা কার্যালয়ে ৬টি ও জেলা নির্বাচন অফিস কার্যালয়ে ২টি মনোনয়নপত্র জমা পড়েছে। তাদের মধ্যে ৩জন দলীয় ও ৫জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ ময়মনসিংহ-৮ আসনে ১০জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৮জন। 

মন্তব্য ( ০)





  • company_logo