• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ঝিনাইদহে বিভিন্ন দলের ৩৪ প্রার্থীর মনোনয়ন জমা

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ৩০ নভেম্বর, ২০২৩ ২০:৪২:০৩

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে ঝিনাইদহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন। ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি,ন্যাপ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র গ্রহন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি’র পক্ষে মনোনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, মাহমুদুল ইসলাম ফোটন, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলার সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।   

অপর দিকে বিকালে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এমপি প্রার্থী মেজর (অবঃ) মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাবলু, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক, জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের ফজলুল কবির গামা, বাংলাদেশ কংগ্রেসের মোঃ নাসির উদ্দীন, ন্যাশনাল পিপুলস পার্টির মিজানুর রহমান মিজু তাদের নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।

এছাড়াও ঝিনাইদহ-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনিত আব্দুল হাই, স্বতন্ত্র বিশ্বাস বির্ল্ডাসের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, জাতীয় পার্টির মনিকা আলম, বিএনএফ থেকে বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর, তৃনমূল বিএনপি’র কে এম জাহাঙ্গীর আলম এবং  বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৮জন, ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অবঃ মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজী, স্বতন্ত্র হিসেবে জমা দিয়েছেন বর্তমান এমপি শফিকুল আজম চঞ্চল ও সাবেক এমপি নবী নেওয়াজ, জাতীয় পার্টির আব্দুর রহমানসহ ৮জন। ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারসহ মোট ৬জন।   

মন্তব্য ( ০)





  • company_logo