• সমগ্র বাংলা

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে দলীয় সতন্ত্রসহ ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল

  • সমগ্র বাংলা
  • ৩০ নভেম্বর, ২০২৩ ২০:৩৬:৩৫

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের ৬ জন এমপি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সতন্ত্রসহ ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দিনব্যাপি মনোনয়নপত্র গ্রহন শেষে সন্ধ্যায় তালিকা প্রকাশ করেছেন রিটানিং অফিসার জেলা  প্রকাশক শাকিল আহমেদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।  এর আগে নির্ধারিত সময়ের মধ্যে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা।

দিনাজপুর ১ আসন

আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল এমপি, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম, এনপিপির জহুরুল ইসলাম, জাকের পার্টির বিভূতি ভূষণ এবং সতন্ত্র ভাবে আওয়ামী লীগের দুই নেতা জাকারিয়া জাকা ও  আবু হোসাইন বিপু।

দিনাজপুর ২ আসন

আওয়ামী লীগের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় পার্টির মাহবুব আলম,  জাকের পার্টির মতিউর রহমান এবং সতন্ত্রভাবে জাতীয় পার্টির আনোয়ার চৌধুরী জীবন। 

দিনাজপুর  সদর ৩ আসন

আওয়ামী লীগের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জাতীয় পার্টির আহমেদ শফী রুবেল  ইসলামী ঐক্য জোটের ফরহাদ আলম, এনপিপির  পারুল সরকার লিমা,জাকের পার্টি শিউলি খাতুন, সতন্ত্র ভাবে আওয়ামী লীগের দুই নেতা বিশ্বজিৎ ঘোষ এবং রাশেদ পারভেজ ছাড়াও আব্দুস সালাম।নামে আরেক সতন্ত্র প্রার্থী।

দিনাজপুর ৪ আসন

 আওয়ামী লীগের  সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এমপি, জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী,  এনপিপির আজিজা সুলতানা  এবং সতন্ত্রভাবে চিরিরবন্দরের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারি আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম।

দিনাজপুর ৫ আসন

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় পার্টির এ্যাডভোকেট নুরুল ইসলাম (৪),এনপিপির শওকত আলী, জাকের পার্টির হারুনের রশিদ সরকার এবং সতন্ত্রভাবে তোজাম্মেল হক ও  হযরত আলী বেলাল। 

দিনাজপুর ৬ আসন

আওয়ামী লীগের শিবলী সাদিক এমপি, জাতীয় পার্টির ফিরোজ সুলতান আলম, সতন্ত্রভাবে  আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক চৌধুরী ছাড়াও শাহনেওয়াজ ফিরোজ ও  শাহ আলম বিশ্বাস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শাকিল আহমেদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

মন্তব্য ( ০)





  • company_logo