• সমগ্র বাংলা

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিদর্শনে ইউনেস্কোর প্রতিনিধি

  • সমগ্র বাংলা
  • ১২ অক্টোবর, ২০২৩ ১৩:০০:৫৭

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে দেয়াঙ পাহাড়ে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ পরিদর্শন করে গেলেন ইউনেস্কো ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজান ভাইজ। বুধবার বিকেলে তিনি খননকাজ পরিদর্শন করে যান।

ওইসময় আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী এবং চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. আতাউর রহমান।

এর আগে, গত ১৬ মে থেকে ওইস্থানে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক কার্যালয়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খনন ও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গবেষণা করা হবে। স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ এটি।

মন্তব্য ( ০)





  • company_logo