• সমগ্র বাংলা

তিন দফা দাবিতে আগামীকাল দিনাজপুরে উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির প্রতিনিধি সম্মেলন

  • সমগ্র বাংলা
  • ০৭ অক্টোবর, ২০২৩ ১৯:৩১:০৫

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: আগামীকাল রবিবার  দিনাজপুরে  রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার মৌ চাষীদের সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন প্রায় ৩ শতাধিক  মৌ চাষী। সম্মেলনে তিন দফা দাবি পেশ করবেন তারা। এব্যাপারে আজ শনিবার দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতারা। 

সংবাদ সম্মেলন উত্তরবঙ্গের মৌ আহরন এবং চাষীদের সমস্যার কথা তুলে ধরে সমিতির সভাপতি  জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল  রবিবার দিনাজপুরের শিল্পকলা একাডেমিতে  বিস্তারিত অনুষ্ঠান পালন করবেন তারা। সকালে বর্ণাঢ্য  র‌্যালী, কেককাটা,বেলুন উড়ানাে ছাড়াও আলােচনা সভাসহ দিনব্যাপী নানান কর্মসুচি পালন করবেন তারা।  সমাপনীতর প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমদ । 

সমিতির নেতারা জানান,  সম্মেলনে অতিথিরর কাছে ৩টি দাবি তুলে ধরবেন তারা। দাবি ৩টিন মধ্যে  (১) মৌ চাষীদর জন্য নীতিমালা প্রনয়ন, (২) মৌ চাষীদর জন্য পৃথক মৌ বোর্ড গঠন এবং (৩) মৌ চাষীরা কোন দপ্তরের অধিনে পরিচালিত হবে এজন্য সরকারীভাবে পৃথক দপ্তর স্হাপনের দাবি জানাবেন তারা।

 সংবাদ সম্মেলন আরাে জানানো হয়, প্রতি বছর দিনাজপুরে দেড় হাজার মেট্রিক টন মধু আহরন করর থাকেন তারা। সারা দেশে প্রায় সাড় ৭শত কোটি টাকার মধু আহরিত হয়ে থাকে। তবে সরকারিভাবে মধু উৎপাদনের সঠিক পরিসংখ্যাস যেমন নেই, তেমনি মূল্য নির্ধারন সংরক্ষনের সঠিক ব্যবস্হা গড়ে উঠেনি। সরকারিভাবে পৃথক বোর্ড গঠন করা হলে একদিকে মধু আহরনের পরিমান বাড়বে পাশাপাশি আর্থিকভাবে লাভবান ছাড়াও ফসল উৎপাদনে পরাগায়নে সহায়ক হবে। 

 সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন রংপুর বিভাগীয় মৌ চাষী সমিতির সভাপতি  দিল মােহাম্মদ, মৌ চাষী মােসাদ্দেক হােসেন, মৌ চাষী  হানান হোসেন ও মৌ চাষী  সাজ্জাদ হােসনসহ অন্যান্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo