• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক স্হানে নদীতে ডুবে দুই কিশোর নিখোজ

  • সমগ্র বাংলা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:১৮:১৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট এবং বীরগঞ্জে পৃথক নদীতে ডুবে ২ কিশোর নিখোজ রয়েছে৷ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা জানা গেছে, আজ বুধবার সকালের দিকে কয়েকজন আদিবাসী যুবক পশুপাখি শিকার করে বাড়ী ফেরার সময় স্হানীয় করতোয়া নদীর ডাঙ্গাপাড়া এলাকায় সাঁতরে পার হচ্ছিল। এসময় স্বাধীন বাস্কে নামে একজন কিশোে স্রোতে টানে তলিয়ে যায়।

খবর পেয়ে উদ্ধারে রংপুর থেকে ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্সের ডুবুরি তলব করা হয়। ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, নিখোঁজ স্বাধীন বাস্কে (১৫) উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোমায় বাস্কের ছেলে।

সন্ধ্যা ৬ টা পর্যন্ত তার সন্ধ্যান পাননি  ডুবুরিসহ উদ্ধারকারিরা। এছাড়াও বীরগঞ্জের ঢেপা নদীর স্লুইচগেটে গোসলের সময় তলিয়ে নিখোজ সাকিব নামে এক কিশোরের সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যান মিলেনি।

জানা গেছে আজ বুধবার দুপুরে ৪ বন্ধু মিলে স্লুইচগেটের পাশে গোসল করছিল৷ এসময় ৩জন নিরাপদে তীরে উঠতে পারলেও তলিয়ে নিখোজ হয়েছে সাকিব ইসলাম। সাকিব ইসলাম (১৫) উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের আলমের ছেলে। সে এবার এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রক্রিয়া চালাচ্ছিল।

বীরগঞ্জের ফায়ার সার্ভিস ও সি়ভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর মেরাজ আলী জানান, সন্ধ্যা ৬ টা পর্যন্ত সাকিব ইসলামের সন্ধ্যান পাননি তারা। নীলফামারী থেকে ডুবুরি তলব করা হয়েছে। তবে নীলফামারীতে আরেক উদ্ধার অভিযানের কারনে ডুবুরি পৌছাতে বিলম্ব হচ্ছে। 

মন্তব্য ( ০)





  • company_logo