• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৭

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১২:০৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৭ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের সোমনারায়ন (পলাশপুর) গ্রামে জুয়া খেলা অবস্থায় রাজারহাট সোমনারায়ন পলাশপুর গ্রামের মোঃ আব্দুল হান্নান (৫২), মোঃ আবু মারজান (৪২), মোঃ আলাল হোসেন (৫৫), মোঃ জাহেরুল ইসলাম (৫৫), মোঃ নুর নবী (৪৭), মোঃ মেহবুব-ই-খুদা ওরফে বকুল (৪৫) ও মোঃ সিরাজুল ইসলাম (৪৫)কে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo