• অপরাধ ও দুর্নীতি

স্বামী সন্তান ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন এক নারীর কারাদন্ডসহ আর্থিক জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৯:৫৭

ছবিঃ সিএনআই

ঝিনাইদহঃ স্বামী সন্তান ফেলে চাচাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার অপরাধে সুমি খাতুন নামে এক নারীর এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ঝিনাইদহের একটি বিচারিক আদালত। মঙ্গলবার ঝিনাইদহ  সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক রুমানা আফরোজ এই রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড শহিদুল ইসলাম জানান, ৯ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিন কাস্টসাগরা গ্রামের সুমি খাতুনের সঙ্গে একই উপজেলার পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের বিয়ে হয়।

সংসার করা অবস্থায় সুমি খাতুন চাচাতো ভাই সজিবের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং ২০২১ সালের ২৭ সেপ্টম্বর তার হাত ধরে পালিয়ে যায়। ওই বছরের ২১ ডিসেম্বর সুমি ও তার পরকীয়া প্রেমিক সজিবের বিরুদ্ধে ৪৯৪ ধারায় মামলা করেন আব্দুর রাজ্জাক।

বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে  সুমি খাতুনকে এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। সুমির প্রেমিক সজিবকে আদালক বেকসুর খালাস দেন।

মন্তব্য ( ০)





  • company_logo