
ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেতারা। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির পঞ্চগড়ের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন অন্যান্য ক্যাডারের সাথে শিক্ষা ক্যাডারের বৈষম্যসহ নানা দিক।
শিক্ষা ক্যাডারের নেতারা জানান, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষা ক্যাডারের কার্যপরিধি ব্যাহত। নবম গ্রেডের উপরের সকল গ্রেড শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের আমরা অপসারণের দাবি জানিয়ে আসলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২ টি পদ শিক্ষা ক্যাডারের বহির্ভূত করে নিয়োগবিধি চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে দুই বছর।
এই মুহুর্তে শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ৭ হাজারেরও বেশি। ক্যাডার সার্ভিসে শূন্য পদ না থাকলে পদোন্নতি দেয়া যাবে না এমন কোন বিধান না থাকলেও শূন্য পদের অজুহাতে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছে। অন্য ক্যাডারের মতো শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি অনুসৃত না হওয়ায় পিছিয়ে রয়েছে শিক্ষা ক্যাডারের সদস্যরা।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণ, প্রাপ্য ক্যাডারদের দ্রুত পদোন্নতি, ১২ হাজার ৪৪৪ টি পদ সৃজনসহ অন্যান্য ক্যাডারদের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এই দাবিতে তারা আগামী ২ অক্টোবর সারা দেশে একদিন কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
অগ্রগতি না হলে আগামী ১০ থেকে ১২ অক্টোবর কর্মবিরতি পালনের হুশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পঞ্চগড়ের সভাপতি ও মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধানসহ সমিতির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ...
ফেনী প্রতিনিধি : বেগুনের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচ...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় ...
মন্তব্য ( ০)