• সমগ্র বাংলা

ফরিদপুরে কলেজ শিক্ষকদের সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:২৩:১৭

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে কলেজে বিসিএস ক‍্যাডার শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছে তাদের দাবি আদায় বাস্তবায়ন করার জন‍্য। মঙ্গলবার ( ২৬ শে সেপ্টেম্বর)  দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে সরকারি কলেজের বিসিএস ক‍্যাডার শিক্ষকরা ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ সংবাদ  সম্মেলন করে।

বিসিএস সমিতির সভাপতি অধ‍্যাপক মোস্তফা লিখিত বক্তব্য পাঠ করেন এবং  তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময়  সরকারি রাজেন্দ্র কলেজের  অধ‍্যক্ষ ওয়াসিম বাবু সহ জেলার সকল অধ‍্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শিক্ষকদের কর্মসুচি ঘোষণা করে।

এর মধ্যে রয়েছে  আগামী ২রা অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন,  শিক্ষা ক‍্যাডারের ন‍্যায‍্য দাবি পুরনে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ ই অক্টোবর ৩দিনের কর্মবিরতি পালন করা। একই সাথে সারা দেশের সরকারি কলেজ, সরকারী মাদ্রাসা সহ সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক‍্যাডার কর্মতাগনরা উপস্থিত  থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo