• সমগ্র বাংলা

৫দফা দাবীতে কুষ্টিয়ায় বিসিএস সাধারন শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:০১:০৩

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবীসমূহ আদায়ে কুষ্টিয়ায় বিসিএস সাধারন শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক প্রফেসর মোঃ আজমল গণি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবী আদায়ে আগামী ০২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এর পরেও যদি দাবী পুরণে দৃশ্যমান কোন অগ্রগতি না হয় তাহলে আগামী ১০, ১১, ও ১২ অক্টোবর টানা তিনদিন সারাদেশে কর্মবিরতি পালন করবে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ।

সংগঠনের সহ-সভাপতি প্রফেসর মোঃ বাদশা জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মন্তব্য ( ০)





  • company_logo