• সমগ্র বাংলা

সাতকানিয়ায় তিনটি ডিঙ্গি নৌকা জব্দ, উপস্থিত জনতার মাঝে নিলামে বিক্রয়

  • সমগ্র বাংলা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩৯:০২

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলায় মাহালিয়া বিল ও নয়াখাল এলাকায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিলে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে নাছির উদ্দীন ও আবছার উদ্দীনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা এবং আনিসুল ইসলামকে সড়কের উপর দোকানের মালামাল রাখার অপরাধে, ২ হাজার টাকা সর্বমোট ৩টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।

এছাড়া অপরাধে ব্যবহৃত অবৈধ জাল জনসম্মুখে ধ্বংস হয় এবং জব্দকৃত তিনটি ডিঙ্গি নৌকা স্পট নিলামে উপস্থিত জনতার মাঝে মোট ৩ হাজার একশত টাকায় বিক্রি করা হয়। অন্যদিকে কেঁওচিয়া ইউনিয়নের নয়াখালে অভিযান চালিয়ে আনুমানিক ২০০ মিটার অবৈধ বেহুন্দী জাল আটক করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সৈকত শর্মা,  সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo