• সমগ্র বাংলা

গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় আজগর আলীর দাফন সম্পন্ন

  • সমগ্র বাংলা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫২:৪৩

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফন সম্পন্ন হয়। আজ সোমবার বাদ যোহর সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌরসভার বসুবাড়ি সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আজগর আলীর দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, পৌর মেয়র রকিবুল হক ছানা, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোপালপুর পৌরসভার বসুবাড়ী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

মন্তব্য ( ০)





  • company_logo