• সমগ্র বাংলা

নারীমুক্তির প্রধান বাধা পুরুষ

  • সমগ্র বাংলা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৮:০৪

ছবিঃ সিএনআই

রংপুর অফিসঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ শেষ, নানা পর্যায়ে রাজনৈতিক দলের নিয়মিত সম্মেলন রাজনীতিতে পেশী শক্তি এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বাহিত চর্চার অভাব। সো্মবার দুপুরে রংপুর ক্যাসপিয়া রেস্টুরেন্ট রুমে অপরাজিতা,ডেমক্রেসিওয়াচ এর এক সংলাপ অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে রংপুর বিভাগের ৩ জেলার অপরাজিতা নারীরা অংশগ্রহন করেন। জেলার নারীরা বক্তব্যে বলেন,নারী মুক্তির প্রধান বাধা পুরুষ।নারী মুক্তির পর্থপ্রদার্থ ও পুরুষ।পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নারী এবং পুরুষের সমান অবদান রাখবেন।

তবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলার ৯৫টি ইউনিয়ন কমিটি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের ৯৫টি কমিটিতে ৫% নারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৯০টি কমিটিতে ৪% নারী,রংপুর সদর উপজেলায় বিএনপির কোন কমিটি নেই।জাতীয় পার্টির ৯৫টি কমিটিতে ৩% নারী রয়েছে উল্লেখ্য যে দিনাজুপর সদর,চিরিরবন্দর, কাহারোলে ২৪টি আংশিক কমিটি রয়েছে।

নারীরা চায় সমঅধিকার। নারীরা বলেন,১৯৭২-এ নৈতিক সকল কমিটিতে নারীর সম্পর্কে মমি পরিচালনা হয়ে থাকে।পূর্ণ পদে না থাকায় কমিটিতে সারিনা শ্রমিক অধিকার নিয়েছেন মাথায় নেতৃত্বের বিকাশ বাপড়া হচ্ছে।নদীর গোড়ামী এবং পুরুষতান্ত্রিক মনোভার রাজনীতিতে নারী নেতৃত্ব বিকাশে নির্বাচন কমিশন নিয়মিতভাবে রাজনৈতিক লোকেরা রাজনৈতিক কনে স্থানীয় কেন্দ্রীয় কমিটি নারীর।

রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলার ৯৫টি ইউনিয়ন কমিটি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ। আওয়ামী লীগের ৯৫টি কমিটিতে ৫% নারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৯০টি কমিটিতে ৪% নারী, রংপুর সদর উপজেলায় বিএনপির কোন কমিটি নেই। জাতীয় পার্টির ৯৫টি কমিটিতে ৩% নারী রয়েছে উল্লেখ্য যে দিনাজুপর সদর, চিরিরবন্দর, কাহারোলে ২৪টি আংশিক কমিটি রয়েছে।

অপরাজিতাদের সাথে বিভাগীয়, জেলা-উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সংলাপের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক দলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটিতে নারীর সম্পৃক্ত হওয়ার অগ্রগতি, নির্বাচনে মনোনয়ন এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা। এই সংলাপের ফলে তৃনমূলের নারী এবং অপরাজিতদের বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে যুক্ত হওয়ার সুযোগ এবং নির্বাচনের মননোয়ন প্রাপ্তির পথ সৃষ্টি হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু।

অনুষ্টানে সভাপতিত্ব করেন,বিভাগীয় অপরাজিতা নেটওয়াক সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরা।বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর মহানগর যুগ্ন আহবায়ক মো;আবুল কাশেম,জাতীয় সংসদের মহিলা এমপি রাবেয়া আলীম দিনাজপুর।সমন্বয়কারী অপরাজিতা ডেমক্রেসিওয়াচ ফিরোজ নুরুল নবী যুগল,অপরাজিতা কিশোরগঞ্জ উপজেলার সদস্য রোকসানা রহমান সাথী,রংপুর জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, ,জেসমিন আক্তার মালাসহ বিভিন্ন জেলার নারীরা।

মন্তব্য ( ০)





  • company_logo