
ছবিঃ সংগৃহীত
গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জে চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ মো. মইন উদ্দিন (৩৫) নামের চোর চক্রের এক সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে আটককৃতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, পিপিএম। এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পূন্যারটেক এলাকায় এঘটনা ঘটে।
আটককৃত মইন উদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভর্তি ৫টি গরুসহ মইন উদ্দিনকে আটক করা হয়েছে। পরে কালীগঞ্জ থানায় ভূক্তভোগী আব্দুর রশিদ বাদি হয়ে একটি মামলা (যার নং-১৭) দায়ের করেন। ওই মামলায় সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভূক্তভোগী আব্দুর রশিদ ও তার ছোট ভাই আলমগীর হোসেন বলেন, রোববার ভোররাতে আমাদের দুই ভাইয়ের পাঁচটি গরু পিকআপ ভ্যানে করে ত্রিপাল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিল কয়েকজন লোক। এ সময় এলাকার লোকজনদের সন্দেহ হয়। পরে পিকআপ ভ্যানটি থামাতে বললে পিকআপটি না থামিয়ে তাড়াহুড়া করে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাস্তার পাশে ফেসে যায়।
পরে পিকআপ ভ্যানটি রেখে ড্রাইভারসহ চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মইন উদ্দিন নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে লোকজন। পরে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থা ও চোরকে পাঁচটি গরু ও পিকআপ ভ্যানসহ আটক করে থানায় নিয়ে যায়।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ...
ফেনী প্রতিনিধি : বেগুনের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচ...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় ...
মন্তব্য ( ০)