• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে ২০ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২৫:০৩

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, মাদক ও ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত অফরাধীদের অল্প সময়ে গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ নিস্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২০জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

এর মাঝে দাপুনিয়া বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী দেলোয়ার হোসেন, অধ্যাপক তৌফিকুর রহমান, আনন্দমোহন কলেজ রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী মোঃ কবিরুল ইসলাম আন্না, মোঃ আঃ রাজ্জাক, উজান ঘাগড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী মোঃ সারোয়ার হোসেন নয়নকে গ্রেফতার করে।

এছাড়াও পাটগুদাম ব্রীজ মোড় থেকে চুরি মামলার আসামী দেলোয়ার হোসেনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। আকুয়া এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মারুফ, পরান, কাঠগোলা বাজার এলাকা থকে অন্যান্য মামলার আসামী মোঃ বিশু মিয়া, মোঃ রিজন, পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শাহজাহান, আঃ সামাদ, কাউসার হোসেন, শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী বিল্লাল, আলতু মিয়া, সুজন, হযরত আলী ও মোজাম্মেলকে গ্রেফতার করে।

আকুয়া ৬৩ বাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জাহিদ হাসানকে গ্রেফতার করে। এছাড়া এসআই দিদার আলম পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo