
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন এবং পণ্য বহনকারী আরেকটির সাথে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আরটি।
রোববার রেলওয়ের শীর্ষ কর্মকর্তা শহীদ আজিজ বলেছেন, রেলওয়ে কর্তৃপক্ষ লাহোরগামী যাত্রীবাহী ট্রেনের চালক, তার সহকারী এবং দুই গ্রাউন্ড স্টাফকে অবহেলার জন্য বরখাস্ত করেছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
আজিজ বলেন, ঘটনাটি রোববার সকালে কিলা সাত্তার শাহ স্টেশনের কাছে শাইখুপুরা জেলায় ঘটে। মিয়ানওয়ালী থেকে লাহোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনটিকে যে ট্র্যাকের দিকে নির্দেশ করা হয়েছিল যেখানে পণ্যবাহী ট্রেনটি আগে থেকেই পার্ক করা ছিল।
তিনি বলেন, বেশিরভাগ আহতদের ট্রেন স্টেশনে চিকিৎসা করা হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ট্র্যাকগুলো দ্রুত পরিষ্কার করা হয়েছে।এই ধরনের দুর্ঘটনা পাকিস্তানে সাধারণ। দেশটির রেলওয়ে কয়েক দশক পুরনো সিগন্যাল সিস্টেম এবং ট্র্যাক ব্যবহার করে।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ...
ফেনী প্রতিনিধি : বেগুনের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচ...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় ...
মন্তব্য ( ০)