
ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বরাবরের মতো এবারও সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচারের ফোন আনছে আইটেল। নতুন এই ফোনের মডেল আইটেল এস২৩ প্লাস। এই ফোনটি কেনা যাবে ১৫ হাজার টাকারও কমে। অথচ এর ফিচার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির।
আইটেল জানিয়েছে, এই রেঞ্জে এটিই হবে প্রথম ফোন, যাতে থ্রিডি কার্ভড অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হবে।
চলতি বছরের জুন মাসে আইটেল আন্তর্জাতিক বাজারে এস২৩ স্মার্টফোন লঞ্চ করে। ফোনটি বাজারে বেশ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় আসছে আইটেল এস২৩ প্লাস মডেল। স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত কোম্পানি।
আইটেল এস২৩ প্লাস মডেলে থাকছে একটি কার্ভড ডিসপ্লে। যা ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। যা ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে গরিলা গ্লাস ৫ প্রটেকশন। এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কোম্পানির প্রথম ফোন হতে চলেছে।
আইটেল এস২৩ প্লাস মডেলের ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক আইটেল ওএস ১৩ ভার্সনে। এতে আইভানা জিপিটি এআই-ভিত্তিক ভয়েস অ্যাসিস্টেন্ট রয়েছে। এটিতে একটি ডায়নামিক বার ফিচারও দেওয়া হবে, যা অনেকটা আইফোনের ডায়নামিক আইল্যান্ড নোটিফিকেশন ফিচারের মতো কাজ করবে।
আইটেল তাদের নতুন ফোনে ইউনিসক টি৬১৬ চিপসেট দিয়েছে। সঙ্গে আরও থাকছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ব্যাকআপের জন্য মিলবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি চার্জ হবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জারে।
এত কিছু ফিচারের আইটেল এস২৩ প্লাস কেনা যাবে ১৫ হাজার টাকার মধ্যেই। অন্তত এমনটাই অভাস মিলেছে কোম্পানির পক্ষ থেকে।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ...
ফেনী প্রতিনিধি : বেগুনের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচ...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় ...
মন্তব্য ( ০)