
প্রতীকী ছবি
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় বুধবার বিকেলে শামসুল হকের নির্মানাধীন বাড়ির সেপ্টি টেংকি পরিষ্কার করতে নেমে দুই জন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো: মহসিন নামের আরো এক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নির্মান শ্রমিকরা হলেন,কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহীন(২৬) অপরজন হলেন একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব হাসান(২৪)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেফটি টাংকি পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব সেপ্টি টেংকির ভিতরে নামেন।সেফটি টাংকি ভিতরে গ্যাস জমে থাকায় গ্যাসের বিষক্রিয়ায় ঘটনা স্থলেই নির্মান শ্রমিক শাহিন ও মাহবুব সেপ্টি টেংকির ভিতরেই দম বন্ধ হয়ে মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে সেপ্টি টেংক টিতে নেমে মহসিন নামে আরো এক জন নির্মান শ্রমিক আহত হলে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেপ্টি টেংকটির ভিতর থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে। এ সময় নিহত নির্মান শ্রমিকদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে আশেপাশে পরিবেশ।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান,নিহতদের লাশ সনাক্ত করা হয়েছে। নিহতদের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন...
স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরিয়ে আনলেন টা...
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজ...
আন্তর্জাতিক ডেস্কঃ নৈতিকতাবিরোধী কাজের জন্য নিউইয়র্ক...
মন্তব্য ( ০)