• তথ্য ও প্রযুক্তি

পুরনো আইফোনের জন্য যেসব সফটওয়্যার আপডেট করল অ্যাপল

  • তথ্য ও প্রযুক্তি
  • ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৮:১২

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। যারা আইফোন এসই, আইফোন এক্সআর এবং তারপর পরবর্তী প্রজন্মের ফোন ব্যবহার করেন তারা সফটওয়্যার আপডেট পাবেন। অ্যাপল এসব ফোনের জন্য আইওএস ১৭ আপডেট রোল আউট করেছেন। তবেব আইফোন এক্স, আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস ব্যবহারকারীরা এই সফটওয়্যার আপডেটের সুবিধা পাবেন না। 

অ্যাপল জানিয়েছে, বছর পাঁচেক পুরনো আইফোনগুলো এই আপডেট পাবে না। কেননা, এই আপডেটের জন্য দরকার আইওএসের পুরনো ভার্সন। 

কয়েক মাস আগেই জুনে ডব্লিউ ডব্লিউ ডিসি ২০২৩ এর ইভেন্টে আইওএস ১৭ রোল আউট করার ঘোষণা দিয়েছিল অ্যাপল। তখন বেটা টেস্টারদের জন্য রিলিজ করা হলেও এখন সকল ব্যবহারকারীদের জন্য আইওএস ১৭ রিলিজ করা হয়েছে। 

যেসব আইফোন আইওএস ১৭ সাপোর্ট করবে 

অ্যাপলের নতুন আইওএস ১৭ অপারেটিং সিস্টেম সেই সব আইফোনে সাপোর্ট করবে, যেগুলোতে এ১২ বায়োনিক চিপ বা তার পরবর্তী কোনো ভার্সন রয়েছে। এর অর্থ হল, আইফোন এক্স, আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস মডেলে এই আপডেট পাওয়া যাবে না। তার পরিবর্তে আইফোন এসই, আইফোন এক্সআর এবং আরও নতুন মডেলগুলোর জন্য আইওএস ১৭ আপডেট রোল আউট করা হবে। বছর পাঁচেক পুরনো আইফোনগুলো এই আপডেট পাবে না। তার কারণ, এই আপডেটের জন্য দরকার আইওএসের পুরনো ভার্সন।

আইফোনে আইওএস ১৭ আপডেট যেভাবে করবেন

আপডেট করার আগে প্রথমে আপনাকে আইফোনের ব্যাকআপ নিতে হবে। আপডেটের সময় কোনো সমস্যা দেখা দিলে আপনার জরুরি ছবি বা ভিডিয়ো গায়েব হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে আইফোন থেকে আইক্লাউডে বা একটা কম্পিউটারে ব্যাকআপ করে নিতে হবে আইটিউনস বা ফাইন্ডার ব্যবহার করে।

১. প্রথমে আপনার আইফোন কানেক্ট করে নিন একটি ওয়াইফাই নেটওয়ার্কে।

২. সেটিংস অপশনে চলে যান, সেখান থেকে জেনারেল এবং তারপরে সফটওয়্যার আপডেটে ট্যাপ করুন।

৩. যদি আইওএস ১৭ দেখতে পান, তাহলে ডাউনলোডে ট্যাপ করে ইনস্টল করে নিন।

৪. আপনার পাসকোড দিয়ে দিন।

৫. টার্মস অ্যান্ড কন্ডিশনসে এগ্রি করুন।

৬. আপডেটটি প্রথমে ডাউনলোড এবং তারপরে ইনস্টল হতে শুরু করবে। প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে।

৭. আপডেটটি ইনস্টল হয়ে গেলেই আপনার iPhone রিস্টার্ট হবে।

আইওএস ১৭ ভার্সনে নতুন যা থাকছে

১. আমরা যেভাবে কমিউনিকেট করি বিশেষ করে ফোন কলের সময়, সেই সংক্রান্ত একাধিক পরিবর্তন দেখা যাবে। কন্ট্যাক্ট পোস্টার্স নামক একটি ফিচার আসছে, যা আপনাকে ছবি বা মিমোজি, ফন্ট সহকারে দেখা যাবে। আপনি যখন কারও সঙ্গে ফোনে কথা বলবেন, তখনই দেখা যাবে এই পোস্টার।

২. লাইভ ভয়েস মেইল আপনাকে দেখাবে, কোনও ভয়েস মেইল মেসেজের ট্রান্সক্রিপ্ট। রিয়্যাল-টাইম ভিত্তিতেই আপনাকে তা দেখানো হবে। এন্ড কলের বাটনটি সামান্য পরিবর্তিত হয়েছে। মেসেজিং আগের থেকে আরও ভালো হয়ে। আইমেসেজ অ্যাপ অ্যাক্সেস করার একটি নতুন রাস্তাও খুলে দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা এর অটোকারেক্ট ফিচারের সাহায্যে আপনার যে কোনও টেক্সটের টাইপো অনেক কমে যাবে।

 

মন্তব্য ( ০)





  • company_logo