• সমগ্র বাংলা

গোপালপুরে আলুর কৃত্রিম সংকট ক্ষুব্ধ ক্রেতারা

  • সমগ্র বাংলা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৫৯:৪৯

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের কোনাবাড়ি বাজারে কাঁচাবাজারের দাম ঠিকঠাক থাকলেও, সরকার নির্ধারিত মূল্যে পিয়াজ, ডিম ও আলু মিলছে না। হঠাৎ করেই বাজারে দেখা গেছে আলুর সংকট, সাধারণ ক্রেতারা মনে করেন কৃত্রিম সংকট সৃষ্টি করছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, প্রত্যেকটি কাঁচামালের দোকানে অন্যান্য কাঁচামাল থাকলেও, বেশিরভাগ দোকানে ফাঁকা পড়ে আছে আলুর বস্তা, কিছু দোকানে অল্পকিছু আলু রয়েছে।

এতে ক্ষোভ জানান সাধারণ ক্রেতারা।ক্রেতা মনজুরুল হক অভিযোগ করেন, আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে, বিগত দুইদিনে একাধিকবার আলু কেনার জন্য বাজারে গেলেও,আলুর আমদানি কম থাকায় কিনতে পারিনি। কোনাবাড়ি বাজারের কাঁচামালের আড়ৎদার আব্দুল হাই জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবারে বাজার তদারকিতে আলু ৩৫ টাকা কেজি ধরে বিক্রি করতে বলা হয়েছে, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করলে  কেজিতে ১০টাকা লোকসান হয়, মণ প্রতি লোকসান ৪০০টাকা। লোকসান ঠেকাতে আলু আমদানি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কাঁচামাল ব্যবসায়ী গোলাপ হোসেন বলেন, আলু বিক্রি করতে কেজিতে তিন থেকে পাঁচ টাকা লাভ হয়, আড়ৎদার আমদানি না করায় আমরাও বিক্রি করতে পারছি না।  এতে ক্রেতারাও ক্ষুব্ধ।

মন্তব্য ( ০)





  • company_logo