
ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের যৌন নিপিড়নের অভিযোগে উক্ত বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাত (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযুক্ত শিক্ষকের যথাপোযুক্ত শাস্তির দাবীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৪টার দিকে ঘটনার অভিযোগে অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর (সোমবার) এক ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার দায়ের করেছেন। জানা গেছে, অভিযুক্ত গ্রেফতারকৃত শিক্ষক শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এঘটনায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আরা চৌধুরী জানান অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ানোর সময় এঘটনা ঘটিয়েছে। কোন ব্যক্তির দায় স্কুল কর্তৃপক্ষ নিবে না। এবং তার বিরুদ্ধে আমাদের উর্ধ্বতন পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাববুর রহমান জানান, চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাত তার বাসায় প্রাইভেট পড়তো একই স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে। প্রাইভেট উপড়ানোর সময় স্কুলের পরীক্ষার খাতা দেখার নাম করে ঐ শিক্ষক ঐ ছাত্রীকে তার ভাড়া বাসার বেডরুমে নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা করে।
এবিষয়টি ঐ ছাত্রী তার স্বজনদেরকে জানালে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
এ ঘটনায় লম্পট শিক্ষক শাকিল আরাফাত কে কঠিন শাস্তির দাবীতে চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নিকট লিখিত ভাবে অভিযোগ জানালে জেলা প্রশাসক এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে শিক্ষার্থীদের কে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৩ দিনের রেকর্ড প...
নিউজ ডেস্কঃ বিভিন্ন অস্থিরতার জন্য সামাজিক যোগাযোগমা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট এবং বীরগঞ্জে পৃথক ...
কক্সবাজার প্রতিনিধিঃ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি...
মন্তব্য ( ০)