• সমগ্র বাংলা

যশোরে রেললাইনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৫০:৩৭

প্রতীকী ছবি

যশোরঃ সোমবার যশোরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক কিশোরীর  (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। যশোর সদর উপজেলার সাতমাইল আফিল ফুয়েল পাম্পের অদূরে রেললাইনের পাশে লাশটি পড়েছিল। এলাকাবাসির নজরে আসলে বেলা ১২ ঘটিকার সময় পুলিশকে অবহিত করা হয়। পরে এসে পড়ে থাকা অজ্ঞাত  কিশোরীর মরদেহ হেফাজতে নেয়। নিহতের পরনে লাল থ্রি-পিস, মুখে রক্তের দাগ ছিলো।  পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক  বলেন, ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে অসাবধানতার কারণে পড়ে বা পরিকল্পিতভাবে কেউ ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয়ায় তার মৃত্যু হয়েছে।  উপর থেকে রেললেইনের পাথরের উপরে পড়ে মুখে ক্ষত সৃষ্টি হয়েছে। তাছাড়া মেয়েটির শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মর্গে মরাদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে  ‍মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo