• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে চেতনা নাশক ওষুধ খাইয়ে গরু চুরি 

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:১১:৩৯

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে রান্না ঘরে খবার লবনে কিংবা নলকূপের পানিতে চেতনানাশক ওষধ মিশিয়ে বাড়ির লোকজনকে অসুস্থ করে গরু চুরি করেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি খিলপাড়া গ্রামে।

ভূক্তভোগী পরিবার জানান, ওই গ্রামের সুধির চন্দ্রের বাড়িতে বৃহস্পতিবার কে বা কারা রান্না ঘরে খাবার লবনে কিংবা নলকূপের পানিতে চেতনানাশক ওষধ মিশিয়ে দেয়। সকালে রান্না করা খাবার খাওয়ার পর বাড়ির গৃহবধু জয়ন্তী রানী((৫০) ও তার ছেলে সুমিত কুমার(২৪) গুরত্বর অসুস্থ হয়ে পড়েন। এ সময় সকালে বাড়ির মালিক সুধির চন্দ্র(৬০) খাবার না খাওয়ায় সে সুস্থ রয়েছেন। পরে এলাকাবাসীরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে চোরেরা সুধির চন্দ্রের গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি গরু চুরি করে নিয়ে যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo