
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ জাপানের কাছে ৪-১ গোলে হারের পর ধৈর্য ফুরিয়েছে জার্মান ফুটবল ফেডারেশনের। কোচ হানসি ফ্লিককে ছাঁটাই করেছে তারা। ফ্লিককে ছাঁটাই করার পর এখনো নতুন কোচ নিয়োগ দেয়নি জার্মানি। ২০০২ বিশ্বকাপে সবাইকে চমকে জার্মানিকে ফাইনালে নিয়ে যাওয়া রুডি ফোলারই অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা নিয়েছেন। ফ্লিক-পরবর্তী যুগের শুরুটা হলো কাল। যেখানে প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে টমাস মুলাররা।
এদিন ম্যাচের ৪ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন স্ট্রাইকারের ভূমিকায় ফেরা টমাস মুলার। কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা ফ্রান্স এরপর আক্রমণে এগিয়ে থাকলেও গোল বের করতে পারেনি। ৮৭ মিনিটে জার্মানির ব্যবধান দ্বিগুণ করেন লিরয় সানে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গ্রিজমান এক গোল শোধ করলেও পাঁচ ম্যাচ পর জার্মানির জয় আটকাতে পারেননি।
ফ্রান্স অবশ্য পূর্ণ শক্তির দল নামায়নি কাল। ওসমান দেম্বেলে ছিলেন বেঞ্চে। আর এমবাপে বদলিও নামেননি। এদিকে বহুদিন পর জয় পেয়েই খুশি মুলার, ‘আজ এটা পরিস্কার যে অনেক দৌড়েছি আমরা। গত তিনদিন খুব অদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। রুদি ও তার স্টাফরা যেভাবে ব্যাপারটা সামলেছে, সেজন্য তাদের অভিনন্দন জানাতে হয়। আমাদের যা করা উচিত, তাই করেছি। আমরা কঠিন পরিশ্রম করেছি এবং এর পুরস্কার পেয়েছি। এ জয় নিয়ে বেশি খুশি হওয়ার কিছু নেই তবে কিছুটা স্বস্তি মিলল।’
১৯৯০ বিশ্বকাপজয়ী ও ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জার্মানির কোচের ভূমিকায় থাকা ফোলার হারের বৃত্ত থেকে বের হতে পেরেই খুশি, ‘খেলোয়াড় ও ফেডারেশনের জন্য এভাবে খেলা গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথমার্ধে দারুণ খেলেছে। আমাদের জন্য এটা সেস্তির ব্যাপার। গত কিছুদিনের টানা হারের পর এটা স্বস্তি হয়ে এসেছে।
ইবিঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ...
রংপুর ব্যুরো: রংপুরে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দা...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে নাশকতার ম...
মন্তব্য ( ০)