
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ সিনেমা, সংসার, নবাব পরিবার। তার ওপর দুই বাচ্চার মা। নানা কারণে কারিনা বিতর্কে থাকলেও, খুব একটা গুঞ্জন নিয়ে মুখ খোলেন না। বিশেষ করে সেই গুঞ্জন যদি হয় স্বামী, দুই ছেলেকে নিয়ে তাহলে তো একেবারেই পাত্তা দেন না কারিনা। তবে এবার বহু বছর পর আগের এক বিতর্ক নিয়ে মুখ খুললেন কারিনা। কারিনার প্রথম ছেলে তৈমুরের নামকরণের পর ভারতজুড়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছিল তা সত্যিই কল্পনা করতে পারেননি কারিনা ও সাইফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো কাসুন্দিই ঘাটলেন কারিনা। কারিনার কথায়, শিশুকে নিয়ে যে এমন হতে পারে, তা আমরা কল্পনাও করিনি। তবে আমরা চুপ ছিলাম। কারণ, আমরা জানতাম যে ভুল করছি না। আমাদের যেটা পছন্দ, সেটাই করছি। তিনি আরও জানান, আমার ছেলের নাম তৈমুর লঙের (অত্যাচারী শাসক) নামে নয়। সাইফের ছোটবেলার এক বন্ধুর নাম থেকে নেওয়া।
সাইফ বলেছিল এই নামটা তার প্রিয়। তাই সেই নামটাই আমরা প্রথম সন্তানের জন্য রেখেছি। ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার কোল আলো করে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। নাম রাখেন তৈমুর।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ...
ফেনী প্রতিনিধি : বেগুনের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচ...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় ...
মন্তব্য ( ০)