
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: মামার সাথে মোটর সাইকেলে চড়ে মাদ্রাসায় যাবার সময় ঘাতক ট্রাক্টরের চাকা প্রান কেড়ে নিয়েছে ৪র্থ শ্রেণির ছাত্রী জান্নাতুন নাইমার। আজ সোমবার মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে জেলার হাকিমপুরের ডাঙ্গাপাড়ায়। নিহত শিশু জানাতুন নাঈমা (৮) জেলার বিরামপুরের দিওড় ইউনিয়নের বলখুরগ্রামের মােজাম্মল হকের মেয়ে। সে হাকিমপুরের পাউশগাড়া ফাজিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।
স্হানীয়রা জানান, ভাগ্নি জান্নাতু নাইমাকে মোটর সাইকেলে করে নিরাপদে মাদ্রাসায় পৌছি দিতে যাচ্ছিল মামা মনিরুজ্জামান। আজ সকাল ৯টার দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের পাশে একটি ট্রাক্টরকে ওভারটেকের সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যায় তারা। এসময় ওই গতি না কমানো ট্রাক্টরের চাকায় শিশু জান্নাতুন নাইমার মাথা থেতলে যায়। বিরামপুরের উপজেলা স্বাস্হ্য কম্পেক্সে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করেন আবাসিক মেডিকল অফিসার শাহারিয়ার পারভেজ। এসময় আহত মামা মোটর সাইকেল চালক মনিরুজ্জামান (৩০)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্হা আশংকাজনক।
হাকিমপুর থানা ইন্সপেক্টর তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাক্টরটি হেফাজতে নিয়েছেন তারা। তবে পালিয়ে গেছে চালকসহ হেলপার। এব্যপারে থানায় মামলা করেছেন ছাত্রীর চাচা। নস্বর ৮। অভিযুক্ত ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা। পাশাপাশি ময়না তদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘পর্যটনে পরিবেশ বান্ধব বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইসিটি ইন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ এ...
মন্তব্য ( ০)