
ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ডেস্ক: চোখে ছানি পড়লে অস্ত্রোপচারের বিকল্প নেই। ছানির সমস্যায় দৃষ্টিশক্তি হারাতে হয় বহু মানুষকে।
সব সময় যে বয়সের কারণেই চোখে ছানি পড়ে, তা নয়। ডায়াবেটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকেও অল্প বয়সে ছানি পড়তে পারে। ছানি এক বার পড়ে গেলে তা প্রতিরোধ করার কোনো উপায় নেই। তবে আগে থেকে কিছু সতর্কতা মেনে চললে ছানি পড়ার গতি কিছুটা কমানো সম্ভব।
• চিকিৎসকেরা বলছেন, সূর্যের ইউভি রশ্মি থেকে চোখে ছানি পড়ার আশঙ্কা বেড়ে যায়। তাই রোদ থেকে চোখ বাঁচিয়ে রাখতে সানগ্লাস পরার অভ্যাস করতে হবে।
• চোখের স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রতি দিন পুষ্টিকর খাবার খেতে হবে। চোখের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো হলুদ, লাল এবং কমলা রঙের সব্জি বা ফলে ভিটামিন এ-র পরিমাণ বেশি। তা ছাড়াও পালং শাকের মতো শাকপাতাও চোখের জন্য উপকারী।
• বেশি দিন পর্যন্ত চোখ ভালো রাখতে ৩০ বছরের পর থেকেই নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে। চোখের কোনো সমস্যা না থাকলেও চক্ষু চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। পরিবারে কারও যদি অল্প বয়সে চোখে ছানি পড়ার ইতিহাস থাকে, সে ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় বিধ্বংসী ...
নিউজ ডেস্কঃ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্...
স্পোর্টস ডেস্কঃ ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে চা...
নিউজ ডেস্কঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফা...
মন্তব্য ( ০)