• সমগ্র বাংলা

দিনাজপুরে সহিংসতার মামলায় বিএনপি নেতাকে কারাগারে প্রেরন 

  • সমগ্র বাংলা
  • ১০ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৪৫:৫৬

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সহিংসতার মামলায় বিএনপি নেতা আনিসুর রহমান বাদশাকে আজ রবিবার কারাগারে প্রেরন করেছেন আদালতের বিচারক। গত ১৯ জুলাই দিনাজপুরে অনুষ্ঠিত দলের রংপুর বিভাগীয় পদযাত্রার সমাবেশে আসার পথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে,  পদযাত্রার কর্মসূচিতে যোগ দিতে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামারীর জেলার দলীয় নেতাকর্মীরা সড়ক পথে ইন্সটিটিউট চত্তরের সমাবেশে আসার পথে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এত৷ আহত হয়েছিল কমপক্ষে ৩০ থেকে ৩৫জন কর্মী। ওই ঘটনায় বাদী হয়ে বিএনপির ৯জন নেতার নামসহ কোতোয়ালী থানার মামলা দায়ের  করেন উপ পরিদর্শক সালাহ উদ্দিন কাদের।ওই মামলায় বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। তবে তাকে ৬ সপ্তাহ পর নিম্ন আদালতে আত্মসমর্পনের আবেদনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারক।

আজ রবিবার দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন জানান তিনি। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।

 কোট ইন্সপেক্টর রাজ্জাকুল ইসলাম, আদালতের আদেশ অনুযায়ী আনিসুর রহমান বাদশাকে জেলা কারাগারে পাঠিয়েছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo