• সমগ্র বাংলা

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তিতে তিনদিন ব্যাপি কর্মসূচি শুরু

  • সমগ্র বাংলা
  • ০৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:২৫:২১

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তিতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপি  নানান কর্মসূচি৷  সকালে মঙ্গল আরতি, বৈদিক শান্তি মন্ত্রোচ্চারণ বিশেষ পূজা শতকন্ঠে সংগীতাঞ্জলির মাধ্যমে শতবর্ষ পূর্তির আয়োজন অনুষ্ঠানে সুচনা করেন আয়োজনকরা।

পরে বাদ্য বাজনাসহ বনার্ঢ্য রেলী বরে করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা। এর আগে আশ্রম চত্তরে আয়োজন করা হয় উদ্বোধনী সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রীম কোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম। এছাড়াও বক্তব্য দেন ভারতের বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের স্বামী সুহিতানন্দজী মহারাজ, স্বামী বোধসারানন্দজী মহারাজ।

আলমোড়া আশ্রমের স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ এবং স্বাগতিক দিনাজপুরের আশ্রমের স্বামী বিভাত্বানন্দী মহারাজসহ অন্যান্যরা। আলোচনাসভা, ধর্মীয় আচার অনুষ্ঠান বিস্তারিত কর্মসূচির পাশাপাশি স্হানীয় এবং ভারতীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনাসহ আগামী ৯ সেপ্টেম্বর ইতি টানা হবে তিনদিন ব্যাপি শতবর্ষপূর্তি উৎসবের। 

মন্তব্য ( ০)





  • company_logo