• সমগ্র বাংলা

দিনব্যাপি কর্মসূচিতে দিনাজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

  • সমগ্র বাংলা
  • ০৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৬:২৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ রেলী আলোচনাসভাসহ দিনব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন সনাতন ধর্মালম্বীরা। দুপুরে শহরের বাসুনিয়াপট্রি দূর্গা মন্দির চত্তর থেকে রেলী করেন করেন তারা। এতে শ্রীকৃষ্ণের জন্মক্ষনের খন্ড চিত্র হিসেবে কংসের কারাগারসহ বিভিন্ন প্রতিক বহন করেন তারা।

বেলুন ফ্যাস্টুন উড়িয়ে রেলীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্হিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এবং রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্বনন্দ, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমর দাস,  সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, সদস্য সুব্রত মজুমদার ডলারসহ অন্যান্যরা।

এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভার অংশ নেন তারা।দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিনের উৎসব পালন করেছে ভক্ত অনুসারিসহ সাধু সন্যাসি পূজারিরা।

মন্তব্য ( ০)





  • company_logo