• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে শোক দিবসের আলোচনায় ঢাবির সাবেক ভিসি

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৫ আগস্ট, ২০২৩ ১৫:০২:৩৯

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আয়োজনে আজ শুক্রবার দিনাজপুর প্রেস ক্লাবের আব্দুর রহিম মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ.স.ম আরেফিন সিদ্দিকী। 

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের জেলা কমিটির সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আয়োজক সংগঠনের জেলা সমন্বয়ক শৈকত পাল,  রাজ দেবোত্তর স্ট্রেটের এজেন্ট সাবেক জেলা রেজিষ্ট্রার রনজিৎ কুমার সিংহ, যুবলীগের জেলা কমিটির সভাপতি রাশেদ পারভেজ, বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন। 

প্রধান অতিথি বলেন, ১৫ আগষ্টের কাল রাত্রীর আগে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শেখ হাসিনা বিদেশে পাড়ি জমিয়েছিলেন বলে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন।  সঙ্গে নিয়ে যাওয়ার কথালেও শেখ রাসেল জ্বরে ভুগছিলেন বলে সেদিন তাকে ছাড়াউ বিদেশে গিয়েছিল দু'বোন।

মন্তব্য ( ০)





  • company_logo