• শিক্ষা

চার দফা দাবিতে কুষ্টিয়া ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত

  • শিক্ষা
  • ২৩ আগস্ট, ২০২৩ ১৭:১৫:৫০

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচী পালন করছে কুষ্টিয়া ম্যাটস এর শিক্ষার্থীরা। দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় ক্লাস বর্জন করে কুষ্টিয়া ম্যাটস এর সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্ম সংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, বঙ্গবন্ধুর ৫মবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান বাস্তবায়নের দাবি করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারী দেন তারা। কর্মসূচী শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে একই দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। 

মন্তব্য ( ০)





  • company_logo