
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই সাথে ২বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২২আগষ্ট) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি নাপিত পাড়া গ্রামে।
এলাকাবাসীরা জানান, ওই গ্রামের সুনিল সত্যেনের পুকুর থেকে মঙ্গলবার(২২আগষ্ট) দুপুর আড়াই টার দিকে ২টি শিশুর লাশ এলাকাবাসীরা উদ্ধার করে। একটি শিশু ওই গ্রামের বাকপ্রতিবন্ধী রিপন মিয়ার মেয়ে গোলাপী ওরফে রোকসানা(৮) এবং অপর শিশুটি প্রতিবেশী সফিকুল ইসলামের ভাগিনী সোয়ানা(৬)। তারা দুজনের সম্পর্কে মামাতো ফুফাতো বোন। এলাকবাসীর ধারনা, শিশু দু’টি পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে সোয়ানা(৬) নামের শিশুটি পুকুরে পড়ে গেলে অপর শিশু রোকসানা(৮) তাকে পুকুর থেকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। প্রায় ১ঘন্টা বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। সন্দেহজনকভাবে এলাকার লোক ওই পকুরে নেমে খুঁজতে থাকে। এক পর্যায়ে প্রথমে এক শিশুর লাশ এবং পরে অপর শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দু’দিন আগে সোয়ানা নামের শিশুটি তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার নাম সোলায়মান আলী এবং একই উপজেলার ইউনিয়নের ঘড়িয়ালডাঙ্গা এলাকায় তাদের বাড়ি।
বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান নিশ্চিত করেছেন।
স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফিরিয়ে আনলেন টা...
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজ...
আন্তর্জাতিক ডেস্কঃ নৈতিকতাবিরোধী কাজের জন্য নিউইয়র্ক...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে এপার বাংলা এবং ওপার বাংল...
মন্তব্য ( ০)