• সমগ্র বাংলা

ডেঙ্গু প্রতিরােধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি পেশ

  • সমগ্র বাংলা
  • ০৭ আগস্ট, ২০২৩ ১৬:৩৪:৩৯

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরােধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ সোমবার জেলা প্রশাসক এবং  সিভিল সার্জনের কাছে স্মারকলিপি তুলে দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখার প্রতিনিধিরা। স্মরাকলিপি গ্রহন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ এবং সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বারহান-উল-ইসলাম সিদ্দিকী।

এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন,  সহ-সভাপতি মিনতি ঘােষ, সমাজ কল্যাণ সম্পাদক শাহনাজ পারভীন, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরােজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য শুকলা কুন্ডু, রেহানা বেগম, প্রাগ্রাম এক্সিকিউটিভ নিপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস।

স্বাক্ষরিত স্মারকলিপিত বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমান সময়ে প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে। সাধারন জনগণ এ ব্যাপারে এখনাে অজ্ঞতার মধ্যে রয়েছে। কার্যকর প্রতিরােধমূলক ব্যবস্হা গ্রহণ করছে না। উদ্ভুত পরিস্থিতিতে  সচেতনতা বৃদ্ধিতে প্রচার মাইকিং ও পােষ্টার লিফলট বিতরণ করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর দাবি করেছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo