• সমগ্র বাংলা

দিনাজপুরে বজ্রাঘাতে ৩ কৃষক হতাহত

  • সমগ্র বাংলা
  • ০৭ আগস্ট, ২০২৩ ১৬:১২:৩৮

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি জমিতে আমন চারা রোপনের সময় বজ্রাঘাতে একজন কৃষক নিহত এবং আরো ২ কৃষক আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামে। নিহত কৃষক বিধান চন্দ্র রায় (৪০) মৃত পবিত্র চন্দ্র রায়ের ছেলে৷ গোবিন্দ চন্দ্র রায় এবং উৎপল চন্দ্র রায় নামে প্রতিবেশী আরো দুই কৃষক আহত হয়েছে। হতাহতরা লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা।

৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, লক্ষ্মিপুর গ্রামে ১১ জন কৃষক পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপন করছিল। দুপুর ১ টার দিকে বৃষ্টির সাথে বজ্রাঘাতের ঘটনায় কৃষক বিধান চন্দ্র রায় চারা রোপন অবস্হায় মারা গেছে৷ আহত ২ জনের মধ্যে একজনের অবস্হা আশংকাজনক।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল ঘটনাস্হলে পৌছে নিহত কৃষক পরিবারকে ২৫ হাজার টাকা তুলে দিয়েছেন। পাশাপাশি তিনিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন সংশ্লিষ্ট পরিবারকে আর্থিকসহ চিকিৎসা সহায়তা দেবেন।বজ্রপাতের ঘটনায় একজন কৃষক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রিতু।

মন্তব্য ( ০)





  • company_logo