• সমগ্র বাংলা

টাঙ্গাইলে প্রশাসন ও প্রেসক্লাবের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন

  • সমগ্র বাংলা
  • ০৫ আগস্ট, ২০২৩ ২৩:১২:২৯

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামের বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।অপরদিকে, টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেণ্টারে সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম 'সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়। পরে প্রেসক্লাবের তিনটি মিলনায়তনের সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo