• শিশু সংবাদ

খানসামায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর 

  • শিশু সংবাদ
  • ০২ আগস্ট, ২০২৩ ১৮:১২:৩২

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামার কাচিনিয়ায় আজ বুধবার দুপুরে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে প্রাণ গেছে ২ বছর  বয়সি শিশু নাহিদের। নাহিদ ইসলাম (২) ভাবকী ইউনিয়নের কাচিনীয়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের স্বজনদের অজান্তে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছে শিশু নাহিদ ইসলাম। মৃত অবস্হায় তার লাশ উদ্ধার করা হয়েছে।   খবর পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজ উদ্দিন। দাফন কাফনে  জেলা প্রশাসকের পক্ষ হতে পরিবারটিকে ২৫ হাজার টাকা তুলে দিয়েছেন তিনি।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।

মন্তব্য ( ০)





  • company_logo