• উদ্যোক্তা খবর

সাতকানিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

  • উদ্যোক্তা খবর
  • ৩০ জুলাই, ২০২৩ ১৬:০৪:০৩

ছবিঃ সিএনআই

সাতকানিয়া  প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি অফিসের তত্ত্বাবধানে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক র‌্যালি ও পরিষদে মিলনায়তনে আলোচনা সভা মাধ্যমে অনুষ্ঠিত হয়। 

সারাদেশের ন্যায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আগামী সোমবার শেষ হবে। মেলায় আগত দর্শনার্থী ও কৃষকরা আধুনিক যন্ত্র দ্বারা চারা রোপন দেখে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, কৃষি অফিসার মো: মনিরুজ্জমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম, গন্যমান্য ব্যক্তিবর্গসহ ও কৃষান-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo