• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

টেকনাফে শিক্ষার্থীদের মাঝে দেশীয় গাছের  চারা বিতরণ 

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ১৯ জুন, ২০২৩ ১৯:৪২:৩১

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : টেকনাফে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ৩৪৩২ টি গাছের  চারা বিতরণ করা হয়েছে।  ১৯ জুন সোমবার  সকাল ১০ টায় উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। 

জানা যায়,  সোমবার  সকালে প্রাতিষ্ঠানিক পর্যায়ে  টেকনাফ মঈন উদ্দীন মেমোরিয়েল কলেজ,  মৌলভীবাজার নাইক্যংখালী মাধ্যমিক বিদ্যালয়, ও উনচিপ্রাং মহিছুন্নাহ দারুল এরফান মাদ্রাসার  ১১৪৪ জন ছাত্র ছাত্রী, শিক্ষককে প্রতিজনকে ৩ টি করে আম্রপালী, জলপাই, হরিতকি গাছের  ৩৪৩২ টি চারা বিতরণ করা হয়।  অনুষ্ঠান কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক  নারায়ন দাস মঈন উদ্দীন মেমোরিয়েল কলেজের   ছাত্র-ছাত্রীদের গাছ লাগানোর গুরুত্ব  এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রদের ভূমিকার কথা তুলে ধরেন।

গাছের চারা রোপন করার ও পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করেন নেচার এন্ড লাইফ প্রকল্পের ম্যানেজার এনআরএম  অসীম বড়ুয়া, ম্যানেজার মনিটরিং এন্ড এভালুয়েশন  আবুল কালাম আজাদ, সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান।

এছাড়াও চারা বিতরণকালে সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য  আবদুল্লাহ আল জাহেদ লিটন কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য কোডেক ইউএসএআইডি'র নেচার এন্ড লাইফ প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের মাঝে দেশীয় প্রজাতির এসব গাছের চারা বিতরণ করা হয় । 

মন্তব্য ( ০)





  • company_logo