• শিক্ষা
  • লিড নিউজ

ঢাবিতে ভর্তি সুযোগ পেয়ে জিনিয়া বললেন 'স্মার্ট ফোন থেকে দূরে ছিলাম' 

  • শিক্ষা
  • লিড নিউজ
  • ০৯ জুন, ২০২৩ ১৫:৫৩:১৪

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন জেবা ফাতেমা জিনিয়া।

তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের শরিফেরহাট এলাকার মো. জিন্নাতুল ইসলাম ও মোছা. ফরিদা ইয়াসমিন দম্পতির কন্যাসন্তান। জিনিয়া তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তারা বাবা মা উভয়েই শিক্ষকতা করেন। 

জিনিয়া ২০২২-২৩ সেশনে ভর্তি পরীক্ষায় গুচ্ছতে মেধা তালিকায় ৮১ তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'এ'-ইউনিটে ২৬তম, 'বি'-ইউনিটে ৩৬তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'এ'-ইউনিটে ২০তম ও 'বি'-ইউনিটে ৯৫তম স্থান অধিকার করে এবং বিইউপিতে আইন ও অর্থনীতি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। 

তিনি সৈয়দপুর ক‍্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫.০০ (এ+) পেয়ে এইচএসসি পাশ করেন।

ঢাবিতে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে জেবা ফাতেমা জিনিয়া বলেন, আমি স্মার্ট ফোন থেকে একটু দুরে ছিলাম, সময়ের অপচয় কম করেছি আর মা বাবা সহ সকলের দোয়ায় আজ আমার এ সাফল‍্য।  সুযোগ হলে আমি ঢাবিতে আইন বিষয়ে পড়তে ইচ্ছুক। 

জিনিয়ার মা ফরিদা ইয়াসমিন জানান, ছোট বেলা থেকেই সে পড়াশোনায় ভাল ছিল। তাকে আলাদা করে চাপ দেয়া হয়নি। মেয়ের এখন যেখানে ভাল লাগবে সে সেখানে যাবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তে চায়।

মন্তব্য ( ০)





  • company_logo