
ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ১৫ ইঞ্চির নতুন ম্যাকবুক এয়ার আনার ঘোষণা দিয়েছে।
ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩-এর ইভেন্টে অ্যাপল নতুন এ ল্যাপটপ আনার ঘোষণা দেয়। ১৩ ইঞ্চি সংস্করণের মতোই ডিজাইন হবে নতুন ম্যাকবুক এয়ারের। এই প্রথম অ্যাপল ১৫ ইঞ্চি স্ক্রিনসহ একটি ল্যাপটপ আনছে।
অ্যাপলের এ নতুন কম্পিউটার হবে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। এতে একটি সম্পূর্ণ নতুন ছয় স্পিকার সাউন্ড সিস্টেম থাকবে। থাকছে ফুল এইচডি রেজুলেশনের ওয়েবক্যাম, ম্যাগসেফ চার্জিং এবং ম্যাকওএস ভেঞ্চুরার অডিও সিস্টেম। নতুন ম্যাকবুক এয়ারে একটি প্রশস্ত, হাই রেজুলেশনের ১৫.৩ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে থাকবে।
ফলে ব্যবহারকারীরা আরও বেশি উজ্জ্বল স্ক্রিন দেখতে পারবেন। ৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা ও ১ বিলিয়ন রঙের জন্য সাপোর্টসহ, উজ্জ্বল লিকুইড রেটিনা ডিসপ্লে বিষয়বস্তুকে সমৃদ্ধ এবং প্রাণবন্ত করে তুলবে। টেক্সট রেজারকে তীক্ষ্ণ করে তোলে। এটি তুলনামূলক পিসি ল্যাপটপের চেয়ে দ্বিগুণ রেজুলেশন ও ২৫ শতাংশ উজ্জ্বল।
ফেনী প্রতিনিধি : ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণা করা...
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠ...
যশোরঃ যশোরের ঝিকরগাছায় ৫শ বছরের সুপ্রাচীন গদখালী সার...
রাঙামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি নানিযারচর জোন এর...
মন্তব্য ( ০)