• অর্থনীতি

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

  • অর্থনীতি
  • ০৭ জুন, ২০২৩ ১৩:০৬:৫৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে ২০২৩ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক ১৭ হাজার ২৯৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট আজ পাস হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২৩ পাসের মধ্য দিয়ে এই বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়। 

চলতি অর্থবছরে মূল বাজেট ছিল ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। ২০টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৭ হাজার ২৯৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এ ব্যয় হ্রাস-বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ছয় লাখ ৬০ হাজার ৫০৭ কোটি টাকা।

বিল পাসের আগে বিধান অনুযায়ী ২০টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ১০ জন সদস্যের আনীত ১৬০টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মোট তিনটি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। 

সম্পূরক বাজেটে সর্বোচ্চ নয় হাজার ৫৮৫ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকা রয়েছে কৃষি মন্ত্রণালয় খাতে, দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার ৪৯১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে। তৃতীয় সর্বোচ্চ তিন হাজার ৩৫৯ কোটি ২৪ লাখ আট হাজার টাকা পানিসম্পদ মন্ত্রণালয় খাতে। আর চতুর্থ সর্বোচ্চ খাদ্য মন্ত্রণালয় খাতে দুই হাজার ৮৮৬ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ দুই হাজার ২৪৭ কোটি ৮৪ লাখ ছয় হাজার টাকা পরিকল্পনা বিভাগ খাতে রয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে এক হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে এক হাজার ৭০৭ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগ খাতে এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে এক হাজার ৭৭ কোটি আট লাখ ৪৫ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয় খাতে ৭০১ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা, ডাক ও টেলিযোগাযোগ খাতে ৫৫১ কোটি ৬১ লাখ ৯১ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ৫৩৫ কোটি আট লাখ ৩৯ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ৫০৪ কোটি পাঁচ লাখ ৮০ হাজার টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ৩৫২ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে ২৭৬ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ১১৩ কোটি ১৯ লাখ ৩৯ হাজার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে ১১২ কোটি পাঁচ লাখ ১১ হাজার টাকা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতে ৬২ কোটি ৮৬ লাখ ২৮ হাজার টাকা, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ খাতে ৩২ কোটি ৪৬ লাখ চার হাজার টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় খাতে ২৪ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, সরকারি দলের সদস্য হাবিবুর রহমান। এর পর সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংক্ষিপ্তাকারে সমাপনি বক্তৃতা শেষে সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়। পৃথক পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের পর নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২৩ পাসের মধ্য দিয়ে ২০২২-২৩ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo