• অর্থনীতি

আমদানি শুরুর সাথে কেজিতে ২০ টাকা কমেছে পেঁযাজের দাম

  • অর্থনীতি
  • ০৬ জুন, ২০২৩ ১৪:৫৪:১৯

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি শুরু হওয়ায় কমতে শুরু করেছে দেশি পেয়াজের দাম। একদিনের ব্যবধানে ৮০ টাকার কেজি দরের পেঁয়াজ আজ মঙ্গলবার সকাল থেকে ২০ টাকা কমে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।  ভারতীয় পেঁয়াজ পুরোপুরি বাজারে আসার আগেই দাম কমাতে শুরু করেছে মজুকদাররা।

বন্দরের মোকামে  ৪০ টাকা দরে পাইকারী দরের চেয়ে ১০ টাকা বেশী ধরেখুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। পেঁয়াজ আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে আমদানির অনুমতি দেওয়ায় গতকাল সোমবার সন্ধ্যার দিকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজও  মঙ্গলবার থেকে পুরোমাত্রায় ভারত থেকে আমদানি চলতে থাকবে।

আমদানিনও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রায় ১৮ হাজার মেট্রিক টনের এলসি খোলা হয়েছে। স্থানীয় খুচরা ব্যবসায়ী মঈনুল হোসেন জানান, আমদানি করা ভারতীয় পেঁয়াজ এখনো পুরোপুরি বাজারে আসেনি। তবে আমদানি হচ্ছে এই খবরে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমে গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo