• অর্থনীতি

হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

  • অর্থনীতি
  • ০৫ জুন, ২০২৩ ২০:৫৯:২৫

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ  সরকারেরঅনুমতির সাথে সাথে দিনাজপুরের হাকিমপুরে হিরি স্হল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দীর্ঘ আড়াই মাস পর আজ সোমবার বিকাল পৌনে ৬ টার দিকে ৪০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজবাহি ২ টি ট্রাক হিলি স্হল বন্দরের বেসরকারি অপারেটর পানামা ল্যান্ডেপার্টে প্রবেশ করেছে।

 হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, আজ  সোমবার দুপুরে  ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র হাতে পার হিলির সততা বাণিজ্যালয়, রায়হান ট্রেডার্স, এন আলম ট্রেডার্স, সালাম ট্রেডার্স, সালেহা ট্রেডার্স, বিকে ট্রেডার্স ও বিএস ট্রেডিং নামের আমদানিকারক প্রতিষ্ঠানের  ৭জন আমদানিকারক। 

 দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করেছিল সরকার। 

তিনি আরো জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র পেয়েছেন কয়েকজন আমদানিকারন প্রতিষ্ঠান। পাশাপাশি ব্যবসায়ীরা এলসি খুলেছেন৷ এলসির পেঁয়াজ বাজারে পৌছালে দাম অর্ধেকে নেমে আসবে। দুএকদিনে মধ্যে কয়েকশত পেঁয়াজবাহি ট্রাক বন্দরে প্রবেশ করবে বলে আশা করছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo